
যশোর খড়কি আঞ্জুমানে খালেকিয়া এতিমখানা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে প্রায় সাড়ে ৭00 এতিম শিক্ষার্থী রোগীদের সেবা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়া ক্যাম্পের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত অপারেশন উপযোগী রোগীদের বিনা মূল্যে অপারেশন করা হবে। শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে ‘ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যশোর’ জেলা শাখার আয়োজনে এবং নগর বিএনপির সহযোগিতায় খোড়কি এতিম ছাত্রদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এদিন সকাল ৯টায় দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
ফ্রি ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের মেডিসিন,শিশু, চর্ম, কার্ডিওলোজি, নেফ্রলজি, সার্জারি, নাক-কান-হলা, অর্থপেডিক, দন্ত এবং চক্ষু সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন,ডাক্তার আলাউদ্দিন আল মামুন,ডাক্তার হাফিজুর রহমান,ডাক্তার আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডাক্তার ইকবাল আহমেদ,ডাক্তার আতহার তূর্য,ডাক্তার এমএ কাদের, ডাক্তার ওহিদুজ্জামান আজাদ, ডাক্তার আসাদুজ্জামান,ডাক্তার সেজুতি প্রমুখ।
মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাক্তার ওবায়দুল কাদির উজ্জ্বল,ডাক্তার ফারুক এহতেশাম পরাগ, ডাক্তার শরিফুল আলম খান, ডাক্তার এসএম নাজমুল হক, ডাক্তার আবু সাইদ আল মামুন, ডাক্তার এসএম রবিউল আলম, ডাক্তার মাশফিকুর রহমান স্বপন, ডাক্তার আবু হায়দার মোহাম্মদ মণিরুজ্জামান, ডাক্তার আহসান কবির বাপ্পি প্রমুখ। ক্যাম্পের মাধ্যমে প্রায় সাড়ে ৭00 রোগীকে ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho