
যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে আরও এক যুগ্ম আহবায়ক-৫ সজিব হোসেন পদত্যাগ করলেন। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব যশোর হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমি মো. সজীব হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত ২৬ শে নভেম্বর ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক কারে কমিটি প্রকাশিত হায়ছে যেখানে চরম বৈষম্যের স্বীকার নিবেদিত ছাত্র-জনতা। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা আওয়ামী লীগ সহ সহযোগী অংঙ্গ- সংগঠনকে বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি কারছি। কিন্তু আমরা নিজেরাই ছাত্রলীগকে পূনর্বাসন করছি। যা আমাদের জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের রক্তের সাথে বেইমানির। বাংলাদেশের নাগরিকদের সকল নায্য অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ্। তবুও অন্যায়ের সাথে আপোষ করতে রাজি নয়। আমি যুগ্ম আহবায়কেন পদ থেকে পদত্যাগ করলাম।
এর আগে বুধবার (২৭ নভেম্বর) জেলা কমিটি ঘোষণার ২৪ ঘন্টা পার হতে না হতেই কমিটিকে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করে যুগ্ম আহবায়কের পদ থেকে অব্যাহতি নেয় মাসুম বিল্লাহ।
প্রসঙ্গত, যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে ১১৪ জন সদস্যের আহবায়ক করা হয়েছে রাশেদ খানকে এবং সদস্য সচিব করা হয়েছে জেসিনা মুর্শীদ প্রাপ্তি’কে। এবং যুগ্ন আহবায়ক-১ ও যুগ্ন আহবায়ক -৫ করা হয় মাসুম বিল্লাহক ও সজিব হোসেনকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho