প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৯:৪০ পি.এম
রাউজানে চোখ-মুখ বেঁধে ৩ বন্ধুকে অপহরণ!

রাউজানে মেজবান থেকে তিন বন্ধুকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। তারা হলেন- মো. সাজ্জাদ (২৭) মো. সোহেল (২৮) ও ইমাম হোসেন (২৭)। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড থেকে তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে আজ শনিবার দুপুর ১টায় তাদের পুলিশের কাছে সোপর্দ করার কথা জানায় ভুক্তভোগী তিনজন।
ভুক্তভোগী তিনজন হলেন, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া গ্রামের মো. মানিকের ছেলে কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কর্মী মো. সাজ্জাদ (২৭), রাঙ্গুনিয়া উপজেলার মো. দুলালের ছেলে ইমাম হোসেন (২৭) ও একই উপজেলার কামালের ছেলে মো. সোহেল।
তারা তিনজন চিকিৎসা সেবা নিতে যান রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনবন্ধু মিলে নোয়াপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া এলাকায় মেজবানে গিয়েছিল। সেখান থেকে তাদের উঠিয়ে নিয়ে চোখ-মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয়।
অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বিভিন্ন স্বীকারোক্তিমূলক বক্তব্য ভিডিও ধারণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের একজন বিএনপি নেতা গেলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী মো. মানিকের ছেলে সাজ্জাদ।
তিনি বলেন, বাবা খন্দকার গ্রুপ করায় রাত ৮টায় অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে জিম্মি রেখে দুপুর ১টায় ছেড়ে দেয়। পরে পুলিশ আমাদের উদ্ধার করে ঘরে পাঠায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, আমরা তিনজনকে অপহরণ হওয়ার তথ্য পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করি। আজ শনিবার সকালে তিনজনকে অক্ষত অবস্থায় একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
তবে এটি অপহরণের ঘটনা নয়, মোটরসাইকেল বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘটনাটি সংগঠিত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি। এখনো পর্যন্ত (শনিবার দুপুর ২টা) কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho