
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম.. রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে এসে তোপের মুখে পড়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউর প্রিজন সেলে আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে তাদের দেখে ক্ষিপ্ত হন ওই হাসপাতালে আগে থেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী।
এ সময় মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় তারা ‘সন্ত্রাসী’ ও ‘ছাত্র হত্যাকারী’ বলে চিৎকার করতে থাকেন।
পরে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিএসএমএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho