
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফের ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় যশোরবাসী সমন্বয় কমিটির ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার অর্ধ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের গডফাদার, মিথ্যা মামলাবাজ এএসপি ফখরুল, ভুয়া মুক্তিযোদ্ধা মকবুল, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইকবাল ও তাদের পোষ্য যশোরের শীর্ষ সন্ত্রাসী প্রান্ত সঙ্গবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় ১১ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারিনি। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।
উল্লেখ্য এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত ৭ বছরে তার পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে যান যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ। এসময় এএসপি ফখরুলের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে আটকে রাখে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho