প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ২:০৬ পি.এম
মোংলা উপজেলায় নবলোক পরিষদ কর্তৃক উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন

মোংলা উপজেলায় সোমবার (০২ ডিসেম্বর) সকাল ০৯ টায় গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরী সহযোগিতায় এবং নবলোক পরিষদ কর্তৃক বাস্তবায়িত রেজিলিয়েন্ট হোমস্টেড এন্ড লাইভলিহুড (আরএইচএল) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অংশ হিসেবে ২০ জন ছাগল/ভেড়া পালনকারী নারী সদস্য যারা জলবায়ু পরিবর্তনের কারনে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে সকল উপকারভোগীদের মাচা পদ্দতিতে ছাগল/ভেড়া পালনের উপর দক্ষতা উন্নয়নের জন্য ১ দিনের প্রশিক্ষনের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ অমল কুমার সরকার এবং ডাঃ শেখ তাজ উদ্দিন আহম্মেদ, প্রতিনিধি, রেনেটা লিমিটেড। এ ছাড়াও উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জনাব কাজী তোবারক হোসেন,(প্রোজেক্ট কো-অর্ডিনেটর), আবু সাঈদ সিদ্দিকী, টিও (এনভায়রনমেন্ট এবং মনিটরিং)। উক্ত প্রশিক্ষণের পরিচালনার দায়িত্বে ছিলেন কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (লাইভস্টোক) ডাঃ আল ইমরান সবুজ।
উল্লেখ্য যে, মোংলা উপজেলায় পরবর্তীতে এ রকম আরও ১৯ ব্যাচের প্রশিক্ষণের আয়োজন করা হবে।
ফল স্বরুপ জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলীয় অঞ্চলের ছাগল/ভেঁড়া পালনকারীগন দুর্যোগের ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে মাচাঁ পদ্ধতিতে ছাগল/ভেঁড়া প্রতিপালনের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সাবলম্বী হওয়ার মাধ্যমে পরিবারের সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রকল্প কর্তৃক এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের জলবায়ু সহনশীল জীবন মান উন্নয়নে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho