
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চাঁদপুর নৌ টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের আগরতলায় হামলার ঘটনায় পরাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারতের হাইকমিশনারকে তলব করা হবে। যদি তলব না করা হয়ে থাকে, হবে। আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই। ভারত যদি পায়ে পড়ে ঝগড়া করতে চান, তাহলে বাংলাদেশের লোকজন কোনোদিন ওই দেশমুখী হবে না। ওই দেশের প্রতি আমাদের যে একটা বন্ধুত্বসুলভ বিষয় ছিল, সেটি খারাপ করছেন ওনারা। তাদের কোনও কারণ নেই, এসব করার।
উপদেষ্টা এম সাখাওয়াত বলেন, আমাদের দেশে যারা অন্য ধর্মাবলম্বী আছেন, তারা আমাদের নাগরিক। তাদের ভালো-মন্দ সবকিছু দেখছি। বিভিন্ন মিডিয়া যদি এ ধরনের প্রচার করতে থাকে, আর কেউ যদি ধমকি দিয়ে বাংলাদেশের নিরাপত্তার ওপর হুমকি দেয়- যারা করছে তারা নিজেদের দেশে করছে, দয়া করে এগুলো করবেন না।’ আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব নিয়ে থাকতে চাই। আমরা তাদের নেইবার (প্রতিবেশী)। কিন্তু যদি বাংলাদেশকে এভাবে হেনস্তা করতে থাকে তাহলে মনে রাখবেন, ১৮ কোটি মানুষের এই দেশ। অন্য ছোটখাটো দেশ আপনাদের আশপাশে যা আছে এটি তা নয়।
তিনি বলেন, আপনারা আমাদের এখানের ভিন্ন ধর্মাবলম্বীদের বিষয়ে কথা বলেন। তবে নিজেদের দিকে তাকালেই বোধ হয় ভালো হয়। আগরতলা একদম কাছাকাছি জায়গা। এটি আমরা আশা করিনি, এটি কাম্য নয়। আমরা আমাদের মতো থাকতে চাই। আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাদের এখানে কিছু হলে সেটি আমরা দেখবো। তাই আমি অনুরোধ করবো, গণমাধ্যমেরও একটা সীমারেখা আছে, তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং উত্তেজনা সৃষ্টি না করে।
এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক মহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho