প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৮:৩৪ পি.এম
পাবলিক লাইব্রেরীর নতুন সম্পাদক ফজলুল করিম ময়ূন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর নবাগত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লাইব্রেরীর আহ্বায়ক মো. ইসরাইল হোসেন। বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় এই সভায় লাইব্রেরীর কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে জানানো হয়, আজীবন সদস্যপদ গ্রহণের জন্য ৯০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে। আজীবন সদস্যদের জন্য নির্ধারিত ফি ৭ হাজার টাকা, সাধারণ সদস্যদের ফি ৫০০ টাকা এবং বার্ষিক চাঁদা ৩০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য বার্ষিক চাঁদা মওকুফ করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মজিবুর রহমান মুজিব, জেলা পরিষদের নির্বাহী শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান রুহেল এবং বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী।
সভায় বক্তারা লাইব্রেরীর উন্নয়ন, সদস্যদের সংখ্যা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে পাঠ্যভ্যাসে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। নতুন সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূন লাইব্রেরীর কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
লাইব্রেরির এই নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংস্কৃতিক এবং পাঠ্যভ্যাস কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho