
পদ্মাসেতু রেল প্রকল্পের উদ্বোধনী দিনে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেনসহ ৬ দফা দাবিতে যশোর রেল স্টেশনে রেল অবরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যশোর রেল স্টেশনে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক আজহারুল ইসলামের আশ্বাসে এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন, দর্শনা-যশোর-ঢাকা রুটে দুটি ট্রেন, নিজ শহর থেকে ঢাকায় অফিস করার ট্রেনের সময় সূচি, সুলভ বগী যুক্ত করা, যৌক্তিক ভাড়া নির্ধারণ করা, ট্রেনের টিকিট প্রাপ্তি সহজ করা, সিনিয়র সিটিজেরদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা ও দর্শনা-খুলনা রুটে ডবল রেলপথ চালু করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার আলী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিনসহ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho