প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৭:১৯ পি.এম
ঢাকা থেকে সরাসরি বেনাপোলে দ্রুত গতির ট্রেন চলাচলের দাবিতে যশোরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
পিটি ইনকা কোচ দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেন দিনে দুইবার সরাসরি বেনাপোল থেকে ঢাকায় যাতায়াত এবং বেনাপোল থেকে একটি লাগেজ ভ্যান চালু করার দাবিতে "নাগরিক অধিকার আন্দোলন, যশোর" এর আহ্বানে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। বুধবার (৪ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় এই মানববন্ধন কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই শতশত মানুষ স্ব-প্রণোদিত ভাবে মানববন্ধনে দাড়িয়ে যায়। সাড়ে দশটার আগেই লোকে লোকারন্য হয়ে ওঠে যশোর প্রেসক্লাবের সামনের রাস্তা।
নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর আহ্বায়ক মাস্টার নুর জালালের সভাপতিত্বে এবং কোর কমিটির সদস্য আহসানুল্লাহ ময়নার সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্স এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিউর রহমান, মোবাশ্বর হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজি হেলাল, বিনয় কৃষ্ণ মল্লিক, ডা: আব্দুল্লাহ, অধ্যাপক অখিল চক্রবর্তী, অধ্যাপক গোপিকান্ত সরকার, এ্যাড আবুল কায়েশ, জায়েদুর রহমান গোলদার, ঝিকরগাছা সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু প্রমুখ।
নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু তার বক্তব্যে বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেন শুধু মাত্র বিদেশগামী যাত্রী ও অসুস্থ রোগীদের কথা বিবেচনায় রেখে চালু করা হয়েছিল। এখন পদ্মা রেলসেতু চালু হওয়ায় এই সেতু দিয়ে দিনে দুইবার বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল এবং একই সাথে বেনাপোল থেকে একটি ক্যারেজ ভ্যান চালু ও বেনাপোল এক্সপ্রেসে আগের ইন্দোনেশিয়ার পিটি ইনকা অথবা নতুন চাইনিজ বগি সংযুক্ত করার দাবী জানান। সেই সাথে এই দাবী পূরণ না হলে ভবিষ্যতে রেলপথ অবরোধ সহ কঠোর কর্মাসূচির ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho