প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৭:৩৪ পি.এম
ঝিকরগাছায় ভাইয়ের পর বোনের কাব স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার:
স্কাউটিং এর কাবিং শাখা অর্থাৎ প্রাথমিক পর্যায়ের সর্বোচ্চ পদক বা অর্জন হচ্ছে শাপলা কাব অ্যাওয়ার্ড। এটি একজন শিক্ষার্থীর জীবনের অনেক বড় অর্জন। এই অ্যাওয়ার্ড অর্জনের জন্য উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, ব্যবহারিক ও সাক্ষাতকার পরীক্ষায় উর্ত্তীণ হয়ে চূড়ান্ত পর্যায়ে মনোনীতদের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অ্যাওয়ার্ড দেশের মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা প্রদান করে থাকেন। এবছর সারা বাংলাদেশ থেকে ৬৭৬ জন উক্ত অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে।
এবছর সাফিয়া যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উক্ত অ্যাওয়ার্ড অর্জন করেছে। ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক পিতা মো: মকলেছুর রহমান ও মাতা রাজিয়া সুলতানার অক্লান্ত পরিশ্রম, অনুপ্রেরণা আর শিক্ষকগণের সহায়তায় উক্ত অ্যাওয়ার্ড অর্জন করে সাফিয়া। উল্লেখ্য, ২০১২ সালে তার ভাই জুবায়ের বিন মকলেছ যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে সর্বপ্রথম শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। ভাইয়ের দিক নির্দেশনায় সাফিয়া উক্ত অ্যাওয়ার্ড অর্জন করায় আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho