
যশোর অফিস।।
যশোর জেলা ইমাম পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহা সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর ঈদগাহে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্টের সিনিয়র নায়েব আমির শায়েখ আব্দুর রউফ বিন আব্দুল হাফিজ মাক্কী।প্রধান অতিথি বলেন, কাদিয়ানীদের সাথে মুসলমানদের বিরোধিতা কোনো শাখাগত বিরোধিতা নয়। এটি সরাসরি ইসলাম এবং কুফরের বিরোধী। কাদিয়ানী সম্প্রসারণ আমাদের নবীজি হযরত মুহাম্মদ (স:) কে বিশ্বাস করে না, তাই তারা অমুসলিম কাফের। তারা সরলমনা মুসলমানদেরকে প্রতারণামূলকভাবে ইসলামের নাম ও পরিভাষাসমূহ ব্যবহার করে ধোকা দিয়ে যাচ্ছে। তাদের উপসনালয়গুলোকে মসজিদ বলে প্রচার করছে। সাথে সাথে তারা তাদের নিজস্ব ধর্মীয় সভা, সমাবেশ ইসলামী জলসা বলে প্রচার করে থাকে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট কেন্দ্রীয় সেক্রেটারি ডক্টর মাওলান আহমাদ আলী সিরাজ। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট বাংলাদেশ শাখার সভাপতি মুফতি শুয়াইব ইবরাহীম ও মুফতি আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho