
যশোর অফিস।।
যশোরে শহরের খোলাডাঙ্গা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মারধর ও বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র এ লুটপাটের সাথে জড়িত বলে বলা হচ্ছে। এ ঘটনায় তিন নারী কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।
তাদের মধ্যে ক্ষতিগ্রস্থ আব্দুল আজিজের স্ত্রী মরিয়ম বেগম থানায় অভিযোগ দিয়েছেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন,তার অসুস্থ স্বামী আব্দুল আজিজের সাথে খোলাডাঙ্গার পরাগ,লিমন, আব্দুর রহমান, ফারুক, দীপু,রিপন, আজাদ বিরোধ ছিল। আর সেই বিরোধে কারণে তাদের উচ্ছেদ করতে চাচ্ছে আসামিরা। বিভিন্ন সময়ে নানাভাবে হয়রানিও করে আসছে তারা। এর প্রেক্ষিতে মঙ্গলবার পরাগ, লিমন, আব্দুর রহমান, ফারুক, দীপু, রিপন, আজাদসহ ১০/১২ জন এসে লাঠিসোঠা দিয়ে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় তারা ৫০ হাজার টাকা ও দুই ভরি গহনা ও মূল্যবান আসবাবপত্র লুটপাট করেছে। আসামিরা চলে যাওয়ার সময় প্রকাশ্যে হত্যার হুমকিও দিয়েছে।
এছাড়া একই ধরনের অভিযোগ করেছে ওই এলাকার মৃত মাহাবুবুর রহমানের স্ত্রী রাবেয়া খাতুন। তার অভিযোগ পরাগ, লিমন, আব্দুর রহমান, আজাদ, রুবেল, শান্তু, বিল্লাল,ফকরু, শিহাব নাহিদসহ অজ্ঞাতরা তাদের উপর হামলা চালায়। লুটপাট করে ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পূর্ব শক্রুতার জেরে এ হামলা চালিয়েছে বলে উল্লেখ করেছে। আর এর ইন্দন দাতা স্বপন ও স্বপনের ভাই সুজন, দিপু, রিপন,মান্নাফ ও মিঠু বলে অভিযোগে উল্লেখ করেন।
এছাড়া ওই এলাকার রাজুর স্ত্রী মিনার বাড়িতেও বিবাদীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরাগ চক্রই এ ঘটনার সাথে জড়িত। এতে তার তিনলাখ টাকার মালামাল লুট করেছে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho