প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ৯:৪৬ এ.এম
মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত এবার বড় পর্দায় আসছে ছোট পর্দার সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমাটি ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ‘প্রিয় মালতী’ মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ওটিটি প্লাটফর্ম চরকির ভেরিফাইড ফেসবুক পেজেও জানানো হয়েছে সুখবরটি। তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত না হওয়ার সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি সিনেমা সংশ্লিষ্টরা।
ওটিটি প্লাটফর্ম চরকির সাথে ফ্রেম পার সেকেন্ড যৌথভাবে প্রযোজনা করেছে‘প্রিয় মালতী’।‘প্রিয় মালতী’মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন।
চলতি বছরের শুরুতে অর্থাৎ ২১ ফেব্রুয়ারি টরন্টো, বুসানসহ বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয় ‘সাবা’।
‘সাবা’-র পরই কোনো বিরতি না নিয়ে ‘প্রিয় মালতী’দিয়ে মিডিয়ার আলোচনায় রয়েছেন মেহজাবীন। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন।
এ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। নেটদুনিয়ায় আগেই মুক্তি পায় এ সিনেমার টিজার। যেখানে অনেক রহস্য খুঁজে পাবেন দর্শক, মনে উঁকি দেবে নানা প্রশ্ন।
প্রসঙ্গত,‘প্রিয় মালতী’সিনেমা একসঙ্গে প্রেক্ষাগৃহ ও ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। এ সিনেমায় মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা। আশা করা হচ্ছে, চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে পারে ‘প্রিয় মালতী’।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho