প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ২:১৭ পি.এম
সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, মাইক্রোবাসসহ গ্রেপ্তার ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা। শুক্রবার (৬ ডিসেম্বর)। ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের নিকট থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।'
গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারী থানা বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. জমির খান (৩৯), খুলনা জেলার লবনচরা থানার এ/পি-হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্যপাড়ার মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল/১২৬৬৪, মো. কামরুজ্জামান (৪৪), ঢাকা জেলার আশুলিয়া থানার এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মো. জহুরুল শেখ সুমন (৩৩), ভাটারা থানার এ/পি-নুরেরচালা নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার মধুখালি থানার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেউলি গ্রামের মো.jশহিদুল ইসলামের ছেলে মো. রাজু (৩১) ও গোপালগঞ্জ জেলার নকুরিরচর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)'র অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার)। দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ ডিসেম্বর শুক্রবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সয়দাবাদ গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে একটি হাইস মাইক্রোবাস আটক করে। পরে মাইক্রোবাসের থাকা ব্যক্তিদের নিকট থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধানসহ মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ বিষয়ে আসামীগণের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho