প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ৮:৪৮ পি.এম
বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ ও ডিবি-২ এর বিশেষ অভিযানে চুরি হওয়া ৩টি মোটরসাইকেল ও অটোভ্যানগাড়ি এবং চারটি ব্যাটারিসহ চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ।
শুক্রবার (৬ ডিসেম্বর ) ভোররাতে তাদের উপজেলা ও ভিবিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার বালুগ্রামের মৃত দুলু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪০),সর্দারপাড়ার মৃত হাছেন আলী আকন্দের ছেলে রোমান আকন্দ (৩৫),ও পার্শ্ববতী ইসলামপুর উপজেলার কাচিহারা গ্রামের মৃত সাধু মনির ছেলে আল আমিন (৩৫) ও জামালপুর সদর এলাকার রাজাপুর গ্রামের মৃত নূরে আলমের ছেলে ফরহাদ (৩৫) সহ অন্য মামলায় আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গত ২৬ নভেম্বরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাঃ জাহিদ হাসানের ও ২৮ নভেম্বরে বকশীগঞ্জ থানা পুলিশ সদস্য পারভেজ রানার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। পরে এই চোরচক্রকে ধরতে বিভিন্ন ভাবে অভিযান ও বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়। একপর্যায়ে অভিযান পরিচালনা করে চুরি হওয়া ২টি মোটরসাইকেল ও নিলখিয়া থেকে আরো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এরপর গতরাতে বকশীগঞ্জ থানার এসআই হান্নান ও এসআই জুলহাসের নেতৃত্বে থানা পুলিশ ও ডিবি-২ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ চোর চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারৃত চোরচক্রের ৪ সদস্যকে আজ শুক্রবার বিকালে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho