
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে রায়পুরা উপজেলার মেথিকান্দায় এ সংঘর্ষ ঘটে।নিহতরা হলেন চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম। মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
নরসিংদী পুলিশ সুপার আবদুল হান্নান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর একসময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে রাজিউদ্দিন আহমেদ রাজুর অন্য সমর্থক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এ দ্বন্দ্ব আরও তীব্র হয়। এরই জেরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি ও সংঘর্ষ ঘটে। ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়।
সর্বশেষ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেন যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা। সম্প্রতি মামলায় জামিন নিয়ে এসে এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এতে প্রতিপক্ষ বাসেদ মেম্বার গ্রুপের সমর্থকরা বাধা দেন। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার ভোরে গোলাবারুদ ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষ হামলা চালালে আবিদ হাসান রুবেলের সমর্থক সাবেক মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হন। রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ সুপার আবদুল হান্নান জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুজন নিহত হয়েছেন। এ মুহূর্তে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho