প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৭:০১ পি.এম
রাঙ্গুনিয়ায় আইডিয়াল কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।।
রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে স্কুল মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মীর মাহমুদুল হক জুনায়েদের সভাপতিত্বে ও শিক্ষক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া ঠান্ডাছড়ি চা বাগানের স্বতাধিকারী, বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান, কাজী এম. নুরুল আলম।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিম।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ইঞ্জি: মুহাম্মদ শাহ্ আলম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ বিন আব্দুল কাদের বাচ্চু, আইডিয়্যাল কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. ইলিয়াছ, এইচ এম নুরউল্লাহ, এ্যাড. আজিম উদ্দিন লাভলু, কাজী ইশতিয়াক আহমেদ রিয়াদ, ইঞ্জি. মীর ইমতিয়াজুল হক অয়ন, এ্যাড, মুছা তালুকদার, গিয়াস উদ্দিন শাহজালান কাজী আলমগীর, মীর জোবাইদুল ইসলাম রনি, সাংবাদিক এম. মতিন, সাংবাদিক ঈসমাইল হোসেন নয়ন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী এম. নুরুল আলম বলেন, 'শিক্ষা জাতির মেরুদন্ড। আর শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না। শিক্ষার্থীদের পড়লেখার পাশাপশি খেলাধুলাও এগিয়ে যেতে হবে।'
প্রধান বক্তা ছিলেন ডা. এটিএম রেজাউল করিম অভিভাবকদের উদ্দেশে বলেন, 'আপনারা শিশুদের যা শেখাবেন, তারা তাই শিখে। একটি কথা মনে রাখবেন, শিশুরা কিন্তু অভিভাবকদের অনুকরণ করে। তাই আপনি আপনার সন্তানকে ভাল কিছু শিক্ষা দেন। আর আপনার সন্তানেরা আপনার ভালটা অনুকরণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।'
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, 'পিতা-মাতার পরেই কিন্তু শিক্ষকদের স্থান। আপনারা শিশুদের ইসলাম ও নৈতিক বিষয়গুলো শিক্ষা দিবেন। আদব কায়দা ও সালাম শিখাবেন। এতে করে তাদের জীবন গঠনে বিষয়গুলো কাজে আসবে।'
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho