
নারী হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করেছে। গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এক্স পোস্টে ইনফোগ্রাফির মাধ্যমে কর্তৃপক্ষ ৯টি নির্দেশনা শেয়ার করেছে। আর এসব নির্দেশনা নারী হজযাত্রীদের মেনে চলতে বলা হয়েছে।
নির্দেশনায় যথাযথ ইসলামিক পোশাক পরিধান করা, দায়িত্বরত কর্মীদের সঙ্গে উত্তম আচরণ করা, ফ্লোরে ঘুমানো কিংবা বসা পরিহার করা ও নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে।
একইসঙ্গে জোর দেওয়া হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরও। বিশেষ করে নামাজের স্থানে খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকা, হইচই না করা ও জুতা পায়ে কার্পেটের ওপর না হাঁটা।
এ ছাড়া নিজেদের ব্যক্তিগত মালামাল সাবধানে রাখার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho