
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ সব কথা বলেন।
ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এ অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছি।
আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন জানিয়ে তৌহিদ হোসেন বলেন, তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।
সম্পর্কের বিষয়ে বাংলাদেশের নীতির পরিবর্তন প্রসঙ্গে বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুনগত পরিবর্তন হয়েছে বুঝতে হবে।
সার্ক বিষয়ে তৌহিদ হোসেন বলেন, এই জোটের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ। সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দরিদ্রতা কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি মনে করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho