প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ৯:১৮ পি.এম
জবির নিরাপত্তাকর্মীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

জবি প্রতিনিধি।।
প্রতি বছরের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিরাপত্তাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবির।
আজ রবিবার (৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নিরাপত্তাকর্মীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটপাতের দোকানদারকে মাঝেও শীতবস্ত্র দেয়া হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে জবি ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা শীতে অনেক কষ্ট করে রাতে ক্যাম্পাসের নিরাপত্তা দিয়ে থাকেন। ভাই হিসেবে তাদের কষ্ট ভাগাভাগি করে নিতে আমাদের এ আয়োজন।
এছাড়া জবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বলেন, মূলত আমরা এ আয়োজনটা প্রতি বছর করি। প্রতিকূল পরিবেশের কারণে আগে প্রকাশ্যে দেয়া হয়নি। ফ্যাসিস্টমুক্ত দেশে এবার আমরা প্রথম প্রকাশ্যে দিচ্ছি। নিরাপত্তাকর্মীরা আমাদের ভাই। সুখে দুঃখে তাদের পাশে আমরা সবসময় থাকি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho