
যশোর অফিস।।
যশোরে প্রায় দেড় কোটি টাকার চেক ডিজঅনারের ঘটনায় আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সোশ্যাল ইসলামী ব্যাংক যশোর শাখার পক্ষে প্রিন্সিপাল অফিসার আব্দুল আহাদ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি গ্রহন করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। প্রিন্স যশোরের ঝিকরগাছার হাজিরবাগ গ্রামের মৃত আলহাজ্জ আবুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে বলা হয়েছে ,আসামি মাজাহারুল ইসলাম প্রিন্স আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের স্বত্ত্বধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যবসা পরিচালনা কালে জুট মিলের কাচামাল ও মেশিনারিজ ক্রয় বাবদ ২০১৭ সালের ৭ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের বিভিন্ন বিনিয়যোগ পদ্ধতির মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকা বিনিয়োগ গ্রহন করেছিলেন। এ টাকা মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধের কথা ছিল আসামির। ব্যাংকের লভ্যাংশসহ পাওনা টাকা পরিশোধের জন্য গত ৮ অক্টোবর আবুল ইসলাম জুট মিলস লিমিটেড এর নামীয় চলিত হিসাব নম্বর থেকে ১ কোটি ৩৭ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ওইদিন চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। গত ৭ নভেম্বর পত্রিকায় লিগ্যাল নোটিশ প্রচারের মাধ্যমে আগামি ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকা পরিশোধ করে চেকটি ফেরত নেয়ার অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিন অতিবাহিত হলেও আসামি প্রিন্স ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho