
সুদানের উত্তর দারফুরের একটি শহরের সাপ্তাহিক বাজারে ভয়াবহ সামরিক বিমান হামলায় ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ লোক। গত সোমবার হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশটির গণতন্ত্রপন্থি আইনজীবীদের একটি দল এ কথা জানিয়েছেন।
আইনজীবীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, শহরের সাপ্তাহিক বাজারের দিনে এ বিমান হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় বাসিন্দারা আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কেনাকাটা করতে বাজারে এসেছিলেন। সাপ্তাহিক বাজারের দিন থাকায় তুলনামূলক লোকজনও বেশি ছিলেন। হামলার ফলে শতাধিক নিহত হয়েছেন। নারী ও শিশুসহ আরও কয়েক শ লোক আহত হয়েছেন।
গণতন্ত্রপন্থি আইনজীবীদের দলটি সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ২০ মাস ধরে চলা সংঘর্ষে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করে থাকেন। সূত্র: এএফপি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho