
সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল-জোলানি বলেছেন, দেশটি আর নতুন করে যুদ্ধে জড়াবে না। কারণ বছরের পর বছর যুদ্ধ দেখে দেশটির মানুষজন ক্লান্ত হয়ে পড়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্কাই নিউজকে তিনি এই কথা বলেন।
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। এইচটিএসের প্রধান হলেন আবু মোহাম্মদ আল-জোলানি।
রাজধানী দামাস্কে একটি মসজিদ পরিদর্শনের সময় জোলানি বলেন, মানুষ যুদ্ধ দেখে দেখে ক্লান্ত। তাই সিরিয়া আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত নয়। আমাদের দেশ আর কোনো যুদ্ধে জড়াবে না।
বিদ্রোহীদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়েছে। আসাদ পালিয়ে মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়। সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনকে মধ্যপ্রাচ্যের মোড় ঘুরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
আসাদের উৎখাতে নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)। এখন তারা দেশে সরকার গঠনের তৎপরতা শুরু করেছেন। অন্তবর্তীর্ সরকারপ্রধানের নামও ঘোষণা করা হয়েছে।
এদিকে সিরিয়ার রাজনৈতিক পরপরিবর্তনের নায়ক এইচটিএস গোষ্ঠীর সঙ্গেই আলোচনা করছে যুক্তরাষ্ট্র। যদিও তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে যুক্তরাষ্ট্র। তারপরও ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের মিত্রদের, বিশেষ করে তুরস্কের, সহযোগিতায় এই আলোচনা করছে বাইডেন প্রশাসন। আসাদ সরকারের আকস্মিক পতনের পর সিরিয়ার জটিল পরিস্থিতি মোকাবিলায় ওয়াশিংটনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গত কয়েক দিনে এই আলোচনা হয়েছে। খবর আল-আরাবিয়া নিউজের।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho