প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ৪:৪৫ পি.এম
ঝিকরগাছায় দ্রুত গতির যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার:
বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী পলাশ পরিবহনের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে উল্টে গেছে। এ ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। তাদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বাকিরা অন্যান্য ক্লিনিকে চিকিৎসা নেন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালি মঠবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী দ্রুত গতির বাসটি একটি ট্রাককে পাশ কাটিয়ে আগে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের এক পাশে উল্টে যায়। এই ঘটনায় ট্রাকের ড্রাইভার, বাসের হেলপারসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নয়ন বাবু বলেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম সাথে সাথে ঘটনাস্থলে হাজির হয়ে বাসের মধ্যে আটকে পড়া হেলপারকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন অন্যান্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho