প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ৯:৫৯ পি.এম
ক্ষেতলালে অবৈধভাবে পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি এবং তা বহন কালে রাস্তা নষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ও ১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানা যায়, ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা গ্রামে স্কেভেটর দিয়ে অবৈধভাবে পুকুর খনন করে ট্রাক্টরযোগে ফসিল জমি, ড্রেন ও রাস্তা নষ্ট করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছিল একটি চক্র। এমন খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা সেখানে উপস্থিত হয়ে ওই জমির মালিক আফছার আলী মন্ডলকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা এবং মাটি ব্যবসায়ী আহাম্মদ মন্ডলকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আফসার আলী মন্ডল ভাসিলা পশ্চিমপাড়া মহল্লার মৃত মোসলিম উদ্দিনের ছেলে এবং আহাম্মদ মন্ডল একই মহল্লার মৃত কোরবান আলীর ছেলে।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা বলেন, তারা অবৈধভাবে পুকুর খনন করছিল এবং ফসলি জমি, ড্রেন, রাস্তা-ঘাট নষ্ট করে খননের মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছিল। যা আইনত দণ্ডনীয় অপরাধ। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই পুকুরের মালিকসহ ২ জনকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরণের অবৈধ যেকোন কর্মকাণ্ড কঠোরহস্তে দমন করার জন্য আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho