
যশোর অফিস।।
যশোরে জেঁকে বসেছে শীত। এক প্রকার হঠাৎ করেই বেড়েছে শীতের প্রকোপ। গতকাল থেকে আজ শুক্রবারে একদিনেই তাপমাত্রা কমেছে এক ডিগ্রি সেলসিয়াসের বেশি এর আগে বৃহস্পতিবারে এক দিনেই তাপমাত্রার কমেছিল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার এবং এর আগের ২দিন দিনের বেশিরভাগ সময়ই ছিল মেঘলা আকাশ। সূর্যের দেখা মেলেনি তখন। শীতের সাথে রয়েছে হাল্কা বাতাস। রাতে ঘণ কুয়াশা থাকলেও সকালে এর ঘনত্ব ততটা থাকে না, আজ সকালে দৃষ্টিসীমা ছিল ২শ মিটারের মধ্যে।
এদিকে বিকেল থেকে শীতের প্রকোপ শুরু হয় বলে দিন থাকতেই মানুষকে আরো বেশি ভারী কাপড়, শীতের পোশাক ব্যবহার করতে হয়। শীতের কারণে কর্মজীবী মানুষের সমস্যা হচ্ছে বেশি। শিশুদের রাখতে হয সর্তকতায়।
যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানায়,শুক্রবার সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১১দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আপাতত অব্যাহত থাকবে। শীত আরো বাড়তে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। এ মাসে শৈত্য প্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সকাল থেকে যশোরের আকাশে সূর্য থাকলেও বিকেল থেকে আবারো তাপমাত্রা কমতে শুরু করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho