প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ২:২১ পি.এম
কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে চালু হলো ঠাকুরগাঁও চিনিকল

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রায় তিনশ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে আবারো আখ মাড়াই কার্যক্রম শুরু করলো ঠাকুরগাঁও চিনিকল কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ডোঙ্গায় আখ ফেলে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৬৭ তম আখ মাড়াই কার্যক্রমের উদ্ভোধন করেন বিএসএফআইসি এর পরিচালক আবুল কালাম আজাদ।
মিল কর্তৃপক্ষ জানান, চলতি মাড়াই মৌসুমে ৬৫-৭০ দিন মিল চালানোর পরিকল্পনা রয়েছে । এবার ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গেল মৌসুমের চেয়ে ৮ হাজার মেট্রিক টন বেশি। এ থেকে ৬ হাজার ২১০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, মিলটি বার বার লোকসানে পরছে কি কারনে তা খতিয়ে দেখা দরকার। সরকারি খাতে মিলটি থাকায় এ লোকসান কাটিয়ে উঠতে পারছে না। মিলটি বে সরকারি খাতে দিলে অবশ্যই লাভবান প্রতিষ্ঠানে পরিনত হবে বলে মনে করেন তারা।
এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মিলটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবিরসহ অনেকেই উপস্থিত ছিলেন ।
লোকসানের বিষয়ে মিলটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির জানান, আগের চেয়ে লোকসান অনেকটাই কমেছে। কিভাবে মিলটির লোকসান কমানো যায় সে বিষয়ে মিল কর্তৃপক্ষ সজাগ থেকে কাজ করছে। আশা করা হচ্ছে প্রতি বছর লোকসান কমবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho