প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৭:০৫ পি.এম
শহীদ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

জবি প্রতিনিধি।।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর নতুন একাডেমিক ভবনের নিচতলায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রইছ উদ্দীন, বাংলাদেশের দারপ্রান্তে এসে আমাদের সূর্যসন্তানদের হত্যা করা হয়। আমরা বলি, যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে কিন্ত স্বাধীনতার ৫৩ বছরে এসেও আমরা তাদের তালিকা করতে পারিনি৷ অসংখ্য বুদ্ধিজীবী শহীদ হয়েছে, আমরা তার তালিকাও করতে অয়ারিনি। আমাদের সূর্যসন্তানদের কারা হত্যা করলো তাও বের করতে পারিনি৷ আমাদের দায় আমরা মাথা নিয়ে বলছি, যারা দেশ স্বাধীনের পর নেতৃত্বে এসেছিলো এ দায় সবচেয়ে বেশি তাদের। বুদ্ধিজীবীদের শুধু রাজাকার, আল-বদররা হত্যা করেনি, ভারতীয়রাও হত্যা করেছে।
তিনি আরো বলেন, এ দেশ স্বাধীন করেছিলো আপামর জনতা, আর ক্রেডিট নিলো একজন ব্যক্তি। বৈষম্য তো সেই একাত্তরেই শুরু হয়েছিলো। আমাদের সত্যিকার অর্থে এই দেশকে ভালোনাসতে হবে। এই দেশের কতিপয় লোক ভারতীয় শ্লোগান দইলে খুশি হিয়, আবার এক শ্রেণির লোক পাকিস্তানের নাম করলে খুশি হয়। কিন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যারা ধারণ করে তারাই এ দেশকে সত্যিকারের ভালোবাসে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. নাসির উদ্দীন ও ইতিহাস বিভাগের শিক্ষক ড. নাসির আহমেদ। আরো বক্তব্য দেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho