প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৪:১৫ পি.এম
নতুন বছরে সুখবর দেবেন পরীমণি

সম্প্রতি সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। জানিয়েছিলেন জীবনের নানা বাঁকের কথা। তবে নতুন বছরের সুখবর নিয়ে সামনে এলেন পরীমণি।সন্তানদের নিয়ে লম্বা একটা বিরতি নিয়ে কাজ শুরু করেছেন পরীমণি। ফিরেই দিলেন নতুন নতুন কাজের খবর। কলকাতার সিনেমাতেও অভিষেক হতে যাচ্ছে এই নায়িকার। নতুন বছর ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে পর্দা মাতাবেন তিনি।
আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে পরীর ওপার বাংলার সিনেমা ‘ফেলুবক্সী’। সিনেমায় লাবণ্য হয়ে দেখা দেবেন তিনি। তার নতুন লুক সামনে এনেছেন পরী নিজেই।
সম্প্রতি পরীমণি তার ফেসবুকে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে।
ক্যাপশনে পরী লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’
দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির শুটিং হয়েছে কলকাতাতে।
উল্লেখ্য, পরীমণির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho