
ভারতের মুম্বাইয়ে যাত্রীবাহী ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহতদের মধ্যে ১০ জন ফেরির যাত্রী। আর অন্য তিনজন নৌবাহিনীর সদস্য। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই উপকূলে এই ঘটনা ঘটে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা দেওয়ার পর অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস বলেছেন, নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া ১০০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া এই দুর্ঘটনার ভিডিও ফুটেজে ফেরিতে ধাক্কা দেওয়ার আগে স্পিডবোটটিকে চক্কর দিতে দেখা যাচ্ছে এবং পরে সেটি ডুবে যায়। ভারতীয় নৌবাহিনী বলছে, তাদের নৌযানের একটি “ইঞ্জিনে ত্রুটি” হয়েছিল।
ব্যক্তি মালিকানাধীন এই ফেরিটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এলিফ্যান্টা গুহায় যাওয়ার পথে ভারতীয় নৌবাহিনীর স্পিডবোট সেটিকে ধাক্কা দেয়।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “ইঞ্জিন পরীক্ষা চলাকালীন নৌবাহিনীর একটি নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ফেরির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে”। প্রাণহানির জন্য দুঃখও প্রকাশ করেছে তারা।
ফেরিতে থাকা একজন যাত্রী এবিপি মাঝা নিউজ চ্যানেলকে বলেছেন: স্পীডবোটটি আমাদের নৌকায় ধাক্কা মারে এবং এরপরই আমাদের নৌকায় পানি ঢুকতে শুরু করে এবং সেটি উল্টে যায়। পরে চালক আমাদের লাইফজ্যাকেট পরতে বলেন।
ওই যাত্রী নিজের পরিচয় প্রকাশ করেননি। তিনি আরও বলেছেন, আমি ১৫ মিনিটের জন্য সাঁতার কেটেছিলাম। পরে আমাকে অন্য একটি নৌকা এসে উদ্ধার করে।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন: “মুম্বাইয়ে নৌকা দুর্ঘটনাটি দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, আমি সেই প্রার্থনা করি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho