
আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে তাদের কোনও ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। সেই সঙ্গে যাতে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়, সেটি আমারও প্রত্যাশা বলে জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘না ভোটের বিধানে জনগণের ব্যাপক সমর্থন আছে বলে মনে হয়েছে। এটা আবারও ফিরে আসার সম্ভাবনা অতি উজ্জ্বল বলে আমি মনে করি। যদিও নির্বাচন সংস্কার কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।
তিনি বলেন, ‘আমরা যখন সংস্কার প্রস্তাব দেবো তার পর যখন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আলাপ-আলোচনা হবে- তখন চিহ্নিত হবে কোন কোন সংস্কার করতে হবে। তার ওপরই সব কিছু নির্ভর করবে। আলোচনায় যে সব প্রস্তাবের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে সেগুলোই নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দল বাস্তবায়ন করবে বলে তিনি বিশ্বাস করেন।’
বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরাও চাই, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। সে লক্ষ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। এখন সবার প্রত্যাশা নির্বাচন কমিশনের কর্মকর্তারাই রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত অতীতে যে ঘটনা ঘটেছে সে সময় ওই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অপ্রতুলতা ছিল- তার জন্য অতীতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার অনেক ক্ষেত্রে দেওয়া সম্ভব হয়নি। এ ছাড়াও হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।
তিনি বলেন, ‘সরকারি প্রশাসনিক কর্মকর্তারা দলীয়করণের কারণে চাপের মধ্যে থেকে তারা সরকার যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচনি ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তাই ওই সরকার ও দলীয় সরকারের আমলে প্রশাসনিক কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে আমি আশা করবো, আগামী নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া সম্ভব হবে- এটা আমাদের সংস্কার প্রস্তাবেও থাকবে।’
তিনি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর জেলা ও মহানগরের নেতারা তাকে স্বাগত জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho