
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান। ৮১ রানের বড় জয়ে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। এটি পাকিস্তানের টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয় এবং সব ফরম্যাট মিলিয়ে পঞ্চম টানা সিরিজ জয়।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৩২৯ রানের বড় সংগ্রহ। এই ম্যাচে দীর্ঘদিন পর ফিফটি পেয়েছেন বাবর আজম, যিনি ২২ আন্তর্জাতিক ইনিংস পর ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। বাবর ও রিজওয়ান তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। রিজওয়ান করেন ৮২ বলে ৮০ রান।
মিডল অর্ডারে কামরান গুলামের ঝড়ো ব্যাটিং পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত তৈরি করে দেয়। মাত্র ২৫ বলে ফিফটি করা কামরান শেষ পর্যন্ত ৩২ বলে ৬৩ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার। শেষদিকে সালমান আগা (৩০) এবং শাহিন শাহ আফ্রিদি (৯ বলে ১৬) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাকিস্তান শেষ ১২ ওভারে তোলে ১২৮ রান।
৩৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট হারান। টনি ডি জর্জি (৩৪), এইডেন মার্করাম এবং ডেভিড মিলাররা শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। শুধু হেনরিখ ক্লাসেন একাই লড়াই করেন। ৭৪ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ক্লাসেন। তবে তার ইনিংসও দক্ষিণ আফ্রিকাকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে পারেনি। প্রোটিয়ারা শেষ পর্যন্ত ২৪৮ রানে অলআউট হয়।
পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন। অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করে প্রোটিয়াদের চাপে রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho