প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৩:২৭ পি.এম
সৎ থাকা নিয়ে যা বললেন তিশা

তানজিন তিশা র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এখন তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ। অসংখ্য দুর্দান্ত নাটক উপহার দিয়েছেন তিশা। কাজের প্রতি সৎ থাকা নিয়ে সম্প্রতি কথা বলেছেন তিনি।
কিছু দিন আগে নতুন নাটকের সুখবর দিয়েছিলেন এই অভিনেত্রী। নতুন নাটক ‘খুনসুটি’ দেখানো হয় গত নভেম্বরে।
এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে তিশা বলেন, ‘আমি ভালো ভালো অনেক কাজ করছি, যেটা অনেক মেয়ের স্বপ্ন। আমি একটা কথা বিশ্বাস করি, কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন এ জন্য কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার কাছে বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, ‘জীবনে উত্থান-পতনের মধ্যে ভালো জিনিসটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাকে আমার একটা খুব ভালো দিক বা গুণ বলতে পারি, যেটা হয়তো অনেক আর্টিস্ট পারে না।’
তবে মাদককাণ্ড নিয়ে সম্প্রতি জড়িয়েছে তিশার নাম। সেই গুঞ্জনের কোনো জবাব দেননি তিনি।
এরই মধ্যে তিশা নাম লিখিয়েছেন সিনেমাতে। ‘ঘুমপরী’ নামের সিনেমায় দেখা যাবে তাকে। তার সঙ্গে জুটি বাঁধছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। অসাধারণ গল্প নিয়ে হাজির হবেন তানজিন তিশা।
প্রসঙ্গত, র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হয় তিশার। এরপর টেলিফোন নেটওয়ার্ক রবির বিজ্ঞাপনে দর্শকের নজরে পড়েন। তারপরই নাটকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান এ অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho