প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৩:৩০ পি.এম
র্যাবের জালে হত্যা মামলার মূল আসামি নুরু

তিমির বণিক, স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালের সিলেট জেলার বালাগঞ্জে গুলি করে হত্যা মামলার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিলেট।
র্যাব-৯, সিলেটের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল শুক্রবার (২০শে ডিসেম্বর) জানান,'গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ১৮ই ডিসেম্বর আনুমানিক বিকাল পৌনে ৫ টার সময় এসএমপি সিলেট কোতয়ালী থানাধীন ৩ নং ওয়ার্ড কেওয়াপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট জেলার বালাগঞ্জ থানার এফআইআর নং-০৯/৭৯,তারিখ- ৩১ ডিসেম্বর ২০১৮ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০২/১৪৯ পেনাল কোড ১৮৬০;) এর মূলে হত্যার সাথে জড়িত অন্যতম প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বালাগঞ্জের আজিরপুর এলাকার মৃত আব্দুর রউফ এর ছেলে গ্রেপ্তারকৃত আসামী আমির হোসেন নূরু (৫৯)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও,উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায় যে,'গত ৩০ ডিসেম্বর ২০১৮ ইং একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন ১৩৬ নং আজিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েও শান্তিপূর্ণ ভোট গ্রহণ কার্যক্রম চলছিল।
এমতাবস্থায় বেলা আনুমানিক ২টার সময় একদল উশৃঙ্খল মারমুখি জনতা লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জোরপূর্বক ভোট কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাই করতে গেলে অপর পক্ষের সাথে সংঘর্ষ ও গুলাগুলিতে রুপ নেয়। উক্ত সংঘর্ষ চলাকালীন সময় একজন গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে জানা যায় নিহত ব্যক্তি সিলেট জেলার বালাগঞ্জ থানার ফজলু মিয়ার ছেলে সায়েম আহমেদ (২৪)। এই ঘটনায় বালাগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন'।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho