প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৩:৩৯ পি.এম
আরও আগেই ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল: পুতিন

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধের ইতি টানতে আলোচনায় বসতে রাজি ভ্লাদিমির পুতিন। যদিও, ইউক্রেনে আরও আগেই আক্রমণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।
প্রতি বছরের মতো এবারও রাশিয়ায় বার্ষিক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি, উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টিও। পুতিন দাবি করেন, ইউক্রেন যুদ্ধে প্রতিদিনই নিজেদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। দখলে নিচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল।
প্রতিনিয়ত পাল্টাপাল্টি হামলা চালালেও, ইউক্রেন যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি আছেন বলেও জানান রুশ প্রেসিডেন্ট।
বেশ কয়েক বছর ধরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা এড়িয়ে গেলেও, ট্রাম্প শাসনামলে তার পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনেকেই।
সংবাদ সম্মেলনে রুশ সেনাদের সঙ্গে দ্বৈত সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান পুতিন। রাশিয়ায় তৈরি ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমাদের ধারণা দূর করতেই এই প্রস্তাব তুলে ধরেন তিনি।
রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের বের করে দেয়ারও হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট। একইসঙ্গে, মঙ্গলবার লেফটেন্যান্ট জেনারেল কিরিলোভকে তার বাসভবনের সামনে গুলি করে হত্যার কথা উল্লেখ করে ইউক্রেনীয়দের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন পুতিন।
এদিকে, কুরস্কের সম্মুখ যুদ্ধে উত্তর কোরিয়ার শতাধিক সেনা নিহত এবং প্রায় এক হাজার সেনা আহত হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho