
যশোর অফিস।।
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, মানব পাচারের দুটি মারাত্মক ক্ষতি। এরমধ্যে যে পাচার হয় তার জীবনাশংকা তৈরি হয়। অন্যদিকে তার পরিবারের উপর নেমে আসে মারাত্মক ট্রমা। সে কারণে অনেক নারী সারভাইভারকে তার পরিবার ও সমাজ মেনে নিতে পারেনা। এই ট্যাবু থেকে বের হয়ে আসতে হবে। পাচারের শিকার শিশু ও নারীকে মানবিক মর্যাদাসম্পন্নভাবে নিজ নিজ পরিবারে ফিরিয়ে দিতে হবে। তারা যাতে ভালোভাবে জীবন ধারণ করতে পারে সেজন্যে তাদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পৃথিবীতে দক্ষ মানুষের খুব চাহিদা।
সোমবার ২৩ ডিসেম্বর মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত যৌন শিশু পাচার প্রতিরোধে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন। ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও ইকপ্যাট লুক্সেমবার্গের মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের অধীনে হোটেল ওরিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
জেলা প্রশাসক বলেন, যেসব সারভাইভারকে ফিরিয়ে আনা হচ্ছে তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে দিতে স্বাবলম্বী করতে হবে। এজন্যে তাদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে। যদিও অনেক সরকারি ও বেসরকারি সংস্থা এই বিষয়ে কাজ করছে। তবে, কাজটি যাতে ফলপ্রসু হয় সেদিকে সচেষ্ট হতে হবে। তা না হলে মানব পাচার প্রতিরোধের বিষয়টি সঠিকতা পাবে না।
রাইটস যশোরের উপ-পরিচালক (কর্মসূচি) এস এম আজহারুল ইসলামের সঞ্চালনায় অ্যাডভোকেসি সভায় প্রকল্প পরিচিতি তুলে ধরেন পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত। এতে নেপাল থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তি সাউথ এশিয়ার টিম লিডার ভবানী প্রসাদ দাহাল।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, যশোর জেনারেল হাসপাতালের অনস্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার অমিত শাহরিয়ার, কোর্ট ইন্সপেক্টর রোকসানা পারভীন। আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুল লতিফ লতা, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, শিশু উন্নয়ন কেন্দ্র বালকের তত্বাবধায়ক মঞ্জুরুল ইসলাম ও বালিকার তত্বাবধায়ক শামিমা ইয়াসমিন, প্রবেশন অফিসার আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় যৌন শিশু পাচার প্রতিরোধে করণীয় নির্ধারনে অংশ গ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক ও উপস্থাপন করেন। সভায় প্রস্তাব করা হয়, সরকারের শিশু কল্যাণ বোর্ড ইউনিয়ন পর্যায়েও গঠন করতে হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে শিশুদের সুরক্ষা ও কল্যাণে ইতিবাচকভাবে কাজ করতে হবে। সেইসাথে শিশু পাচার ও শিশুর উপর সকল প্রকার নির্যাতন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho