
দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে যাত্রা করেছে দ্রুতগামী ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ছয়টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশি) শাহ সুফি নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৪ নভেম্বর পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন মাত্র সাড়ে তিন ঘণ্টায় পরীক্ষামূলকভাবে খুলনায় এসেছিল । ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নিয়মিতভাবে খুলনা-ঢাকা রেলপথে এই ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল। অবশেষে মঙ্গলবার এই যাত্রা শুরু হয়েছে।
খুলনা রেলওয়ের কর্মকর্তারা জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন রাত ৯টা ৪৫মিনিটে ১৪টি বগি নিয়ে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে প্রায় আট ঘণ্টা। আর নতুন রুটটিতে খুলনা থেকে নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, পদ্মবিলা, কাশিয়ানী, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা।
এ বিষয়ে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার ( ভারপ্রাপ্ত) মো. আশিক আহমেদ বলেন, ‘জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) ট্রেন ঢাকায় কমলাপুর স্টেশন পৌঁছাবে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে। আবার রাত আটটায় ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা হবে।সপ্তাহে সোমবার বাদে বাকি দিনগুলোতে এই রুটে ট্রেনটি চলাচল করবে। সূত্র- ইউএনবি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho