
কাউকে বাদ দিয়ে বাকি সব দল নির্বাচন করলে নির্বাচনে জয় লাভ করা যায় কিন্তু সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়না। সত্যিকার অর্থে ওই নির্বাচনকে অবাধ নির্বাচনও বলা যায়না মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর নিউ সেনপাড়ায় তার বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অবাধ নির্বাচন বলতে যে কোন লোক বাঁধাহীন ভাবে ভোট দিতে পারবে এবং বাঁধাহীন ভাবে দাঁড়াতেও পারবে। সে কারণে বাঁধা সৃষ্টি করে কমপিটিটর কমিয়ে দিয়ে পট করে কিছু হয়ে গেলাম সেটার ফল যে ভালো হয়না তার জলন্ত উদাহরণ আওয়ামী লীগ। দলটি সেটা করতে গিয়ে বড় ধরনের আঘাত পেয়েছে। তাদের যথাযথ জবাব জনগণ দিয়েছে। ভবিষ্যতে কেউ যদি একই কাজ করে তাদেরকেও এমন পরিস্থিতির সম্মুখিন হতে হবে। এ কারণে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
এর আগে রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে সড়ক পথে রংপুরে তার পৈত্রিক বাসভবনে এসে পৌছালে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এ সময় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির যুবসংহতি কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho