
যশোর অফিস।।
যশোরে ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে চিকিৎসকরা দাবি করেছেন। নিহত আল আমিন খুলনার পাইকগাছার বারইডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে।
পুলিশ জানায়,গত সোমবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার সিটি ওয়ান ব্রিকসে কাজ করা নিয়ে আল আমিন ও বাদশার মধ্যে বিরোধ বাঁধে। পরে সুপারভাইজার লিটন বিষয়টি মিমাংসা করে দেয়। এই ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বাদশা আল আমিনকে ছুরিকাঘাত করে। এটা দেখে আল আমিনের পিতা ঠেকাতে গেলে বাদশা তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীনরা পিতা পুত্রকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে আল আমিনকে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে পদ্মা ব্রিজের কাছে আল আমিন মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার সুইটি খাতুন জানান, আহত আল আমিনের বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম বলেন, ইটভাটার শ্রমিক আল আমিন হত্যার ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। হত্যার সাথে জড়িত অপর তিন শ্রমিক একলাম, বাদশা ও বিল্লালকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho