
হলিউডের তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট ভালোবেসে ২০১৪ সালে বিয়ে করেন। তবে তাদের সংসার জীবন খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের দুই বছরের মাথায় জোলি-পিটের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ২০১৬ সালে আলাদা হওয়ার জন্য বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন অভিনেত্রী। আট বছর আইনি লড়াই শেষে বিচ্ছেদ হলো এই তারকা দম্পতির। গত ৩০ ডিসেম্বর বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেছেন জোলি-পিট।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল ডটকমে একটি বিবৃতি পাঠিয়ে খবরটি নিশ্চিত করেছেন জোলির আইনজীবী জেমস সাইমন। এতে তিনি বলেন, আট বছরেরও বেশি সময় আগে, পিটের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেন জোলি। পাশাপাশি পিটের সঙ্গে ভাগ করা সমস্ত সম্পত্তিও ছেড়ে দেন জোলি এবং তার সন্তানেরা।
তিনি আরও বলেন, আট বছর আগে শুরু হওয়া দীর্ঘ চলমান প্রক্রিয়ার একটি অংশ এটি। এই অংশটি শেষ হওয়ায় স্বস্তিবোধ করছেন জোলি।
প্রসঙ্গত, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’সিনেমার শুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন জোলি-পিট। তবে সংসার জীবনে সুখী হতে পারেননি। বহু জল্পনা-কল্পনার পর অবশেষে দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho