
বুধবার (১ জানুয়ারি) বলকান অঞ্চলের ছোট রাষ্ট্র মন্টিনিগ্রোর দক্ষিণাঞ্চলের সেটিনজে এলাকায় একটি রেস্টুরেন্টে তর্ক-বিতর্কের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। খবর বিবিসির।
হামলাকারী ৪৫ বছর বয়সী আলেকসান্ডার মার্টিনোভিচ নিজের পরিবারের সদস্য, রেস্টুরেন্টের মালিকের দুই সন্তানসহ ১০ জনকে গুলি করে হত্যা করেন। পরে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যম আরটিসিজি জানিয়েছে, হামলাকারীর তর্কের পর এ ঘটনা ঘটে।বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গোলাগুলিতে চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিক এই ঘটনাকে ভয়ানক ট্র্যাজেডি আখ্যা দিয়ে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
রয়টার্স জানায়, হামলাকারী অস্ত্র রাখার অভিযোগে আগে গ্রেপ্তার হয়েছিল। মন্টিনিগ্রোর মতো তুলনামূলকভাবে শান্তিপূর্ণ দেশে এমন ঘটনা বিরল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho