প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৯:৫১ এ.এম
রাজবাড়ীতে কলেজছাত্র তানভীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
প্রায় দেড় মাস পর কলেজছাত্র তানভীর শেখ (২২) হত্যামামলার প্রধান আসামি মো. সবুজ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার দুর্গম হরিরামপুর চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সবুজ বেপারী জেলা শহরের বিনোদপুর গ্রামের শহিদ বেপারীর ছেলে।
নিহত তানভীর একই এলাকার বাবু সিকদারের ছেলে। তিনি জেলা শহরের ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস পূর্বে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় হত্যার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র তানভীর শেখ। এ ঘটনায় তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে ৯ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনকে আসামি করে একটি মামলা করেন।
এ ঘটনার পরপরই পুলিশ ওই মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি বিনোদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও ৮ নম্বর আসামি নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখকে (৩০) গ্রেপ্তার করে। তবে আত্মগোপনে থাকায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন সবুজ। টানা দেড় মাস তথ্য-প্রযুক্তি ব্যবহার করে থানা পুলিশের সদস্যরা গত বুধবার গভীর রাতে সবুজকে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর দুর্গম হরিরামপুর চর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে ওই মামলার প্রধান আসামি ছিলেন আত্মগোপনে। টানা দেড় মাস তথ্য প্রযুক্তি ব্যবহার করে সবুজকে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর দুর্গম হরিরামপুর চর এলাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে রাজবাড়ীতে নিয়ে আসা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho