প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৬:২৮ পি.এম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া ও নিমতলা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ নিহত হয়েছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৫ টার দিকে হাইওয়ের মাওয়ামুখী লেনের হাঁসাড়ায় যাত্রী ছাউনীর সামনে (ঢাকা মেট্রো ব-১৫৬৪৮০) একটি যাত্রীবাহী বাস সামনে থাকা অজ্ঞাত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।
অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলায় আব্দুল্লাহপুর পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১০৩৮৩) একটি মিনি বাস সামনে থাকা কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। পৃথক এসব দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হন।
নিহত ও আহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন। নিমতলায় নিহতরা হলেন সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার মো. মহিউদ্দিনের ছেলে রায়হান (৩৪) ও শ্রীনগর উপজেলার আটপাড়ার এলাকার কল্লিগাঁও গ্রামের মরহুম নূরুল ইসলামের ছেলে জীবন শেখ (২৪)।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, প্রথম দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেলেও পরের দুর্ঘটনায় নিহত দুজন পুরুষের পরিচয় জানা জায়নি। লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho