
স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে তাদেরই ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। শুক্রবার (৩ জানুয়ারি) ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে হুগো দুরো প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। জুড বেলিংহ্যাম পেনাল্টি মিস করেন, বল পোস্টে লাগে এবং কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়।
ভিনিসিয়ুস ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কিকে আঘাত করার জন্য ৭৯তম মিনিটে লাল কার্ড দেখেন। পরে বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ ৮৫তম মিনিটে রিয়াল মাদ্রিদের সমতা ফেরান এবং বেলিংহ্যাম অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করেন।
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা, যদিও রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছে।
উল্লেখ্য, মাথা গরম করে লাল কার্ড দেখা ভিনিসিয়ুস জুনিয়র অবশ্য ম্যাচের পর ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, 'দুঃখিত এবং ধন্যবাদ দল!
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho