
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলস নামে নীল ছবির এক তারকাকে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন। তবে সেই তথ্য গোপন করায় তার বিরুদ্ধে মামলা হয়। এতে গত বছরের মে মাসে তাকে অভিযুক্তও করা হয়। নিউইয়র্কের আদালত জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।
এর মাত্র ১০ দিন পর তিনি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেবেন। যুক্তরাষ্ট্রে ক্ষমতা গ্রহণের আগে একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতে মামলার রায় বিরল ঘটনা।
তবে নিউইয়র্কের বিচারক জাস্টিন জুয়ান মারখান ইঙ্গিত দিয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্টকে তিনি কোনো কারাদণ্ড, প্রবেশন অথবা অর্থদণ্ড দেবেন না। এর বদলে তার বিরুদ্ধে ‘বিনাশর্তে মুক্তি’র রায় দেবেন। তবে অপরাধ সংগঠিতের অভিযোগে যে, আদালত তাকে অভিযুক্ত করেছে সে বিষয়টিকে সম্মান জানাতে হবে।
ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলায় স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেন, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে তার সঙ্গে যৌন সম্পর্ক করেন ট্রাম্প। বিষয়টি ধামাচাপা দিতে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ২০১৬ সালে তাকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেন তিনি। সে সময় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করার প্রচারণা চালাচ্ছিলেন। স্টর্মিকে ঘুষ দেওয়ার তথ্যটি নিজের ব্যবসায়িক নথিতেও গোপন করেন ট্রাম্প।
তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট এসব অভিযোগ সবসময় অস্বীকার করে বলেছেন, জো বাইডেন ও তার প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলা করিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এ মামলা তুলে নিতে বিচারকের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করা হয়। সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho