প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ১:২১ পি.এম
বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয়কারী ছাত্রলীগ নেতা আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয়েছে ছাত্রলীগের এক নেতা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটক মাহফুজ রহমান বগারচর ইউনিয়নের টাঙ্গারীপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছেন তিনি।
স্থানীয়রা জানায়, রাতে একটি মাদক বিরোধী উঠান বৈঠকে অনুষ্ঠিত হয় বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাকে চিনতে পেরে মোবাইলসহ বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে সে ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। এসময় পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিলো। সেখানে ছাত্র-জনতার সাথে সেও প্রবেশ করে। পরবর্তী ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা পেয়েছি। এছাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়কের সাথেও কথা বলার প্রমান পেয়েছি। তাকে আটক করা হয়েছে৷
তিনি আরও জানান,আটককৃত কে নাশকতা মামলায় আটক দেখিয়ে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, যে বিষয়টি তদন্ত করা হচ্ছে, সম্পৃক্ততা আছে কি না, খোজ-খবর নিয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho