প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ১০:৫৯ এ.এম
মোংলায় কম্বল নিয়ে অসহায়দের পাশে ইউএনও আফিয়া শারমিন

মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
শৈতপ্রবাহের দেশের বিভিন্ন জেলার পাশাপাশি মোংলায়ও হাঁড় কাপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে গত দু’দিন ধরে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে প্রাণ জুবুথুবু। কনকনে শীতে চরম বিপাকে পড়েছে গরিব-অসহায় শীতার্ত মানুষ।
এর মধ্যে সূর্যের তেমন একটা দেখা ছিল না। পাশাপাশি বৃষ্টির মতো কুয়াশাও পড়েছিল। এতে কষ্ট বেড়েছিল খেটে খাওয়া দিনমজুর, অসহায় ও ছিন্নমূল মানুষের।
এর মধ্যে বাসস্ট্যান্ডে, রাস্তার পাশে থাকা ভাসমান লোকজন ও তার পরিবারগুলো সারাদিনের কাজের ক্লান্তির পর পলিথিনে মোড়ানো ঘরে কোনো মতে ঘুমিয়ে পড়েন। প্রচন্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের অনেকের নেই ভারী পোশাক বা শীতবস্ত্র। তাই, তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল ও অসহায় এতিম, ভবঘুরে, অসুস্থ মানুষদের খুঁজে খুঁজে নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন ইউএনও আফিয়া শারমিন। এসময়ে তিনি অসহায় মানুষদের সাথে কুশল বিনিময় করেন। ইউএনও'র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। এ সময় তার সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহাগ খাঁন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, শৈতপ্রবাহের ফলে গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসার কারণে অনেক মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষেরা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho