প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ১১:৪৮ এ.এম
মালিকানা জায়গা থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী বালিয়াকান্দিতে মালিকানা জায়গা থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে কামাল নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি সদর ইউনিয়নের দেওকোল গ্রামে। জানাযায়, গত মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) দেওকোল গ্রামের সুবাস এর বাড়ির পাশে একটি পুকুরপাড় থেকে গাছ কাটা শুরু করে গাছি, স্থানীয়রা বাধা দিলে গাছ কাটা বন্ধ করে দেয় তারা। গাছের ক্রেতা কাঠ ব্যবসায়ি বকু মোল্লা বলেন, কয়েকদিন আগে দেওকোল এলাকায় আমি গাছ কাটতে যাই তখোন এই কামাল ,তখোন আমার কাছে এসে বলতেছে কাকা আমি কয়েকটি গাছ বিক্রি করবো গাছ গুলো দেখেন,ওই পুকুর পাড়ে থাকা প্রায় ২৫টি গাছ দেখে আমি কামালের থেকে ১৫ হাজার ৭শ টাকায় কিনি। স্থানীয়দের বাধার মুখে গাছ কাটা বন্ধ করে দেই। এই গাছের মালিক কামাল না এটা আমি জানতাম না। কামাল বালিয়াকান্দি ইউপির দুর্গাবদ্দী এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে দখল, চাঁদা বাজি সহ নানা অভিযোগ রেয়েছে। স্থানীয়রা জানান এই কামাল এলাকায় কেরফা কামাল নামে পরিচিত এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত আছে।
এবিষয়ে জানতে কামালকে মোবাইলে কল দিয়ে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho