
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (মঙ্গলবার) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দিনের তাপমাত্রা সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকতে পারে কুয়াশা।
আগামীকাল বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী সময়ে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গতকাল সোমবার খবরের কাগজকে বলেন, বৃষ্টির পর আগামী বৃহস্পতিবার থেকে দেশের অধিকাংশ স্থানের তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। ফলে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও আছে।
সংশ্লিষ্টরা বলছেন, পর্যায়ক্রমে তাপমাত্রা কমতে থাকলে দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তথ্য অনুযায়ী দেশের একাধিক স্থানে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তখন মৃদু আর ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ ধরা হয়।